Logo

অর্থনীতি    >>   বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ২৮ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ২৮ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম ২৮ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি ইস্যু করা ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু হবে, যার কুপন হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এই বন্ডের মেয়াদ হবে ২০৪৩ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত।

নিলামের মাধ্যমে ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, নিলামটি প্রাইসভিত্তিক হবে এবং এর মাধ্যমে সরকারী সিকিউরিটিজের প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। অন্যদিকে, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গ্রাহকদের মাধ্যমে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে আরও জানায় যে, নিলামে অংশ নিতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে বিড দাখিল করতে হবে। বিড দাখিলের সময়সূচি সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্ধারণ করা হয়েছে। বিড দাখিলের প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে বাংলাদেশ ব্যাংকের এমআই মডিউলের মাধ্যমে হবে, তবে বিশেষ পরিস্থিতিতে ম্যানুয়াল বিড ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিলের সুযোগ থাকবে।

এছাড়া, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert